
পরিচিতি
জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়তন ১৯২৭.১১ বর্গ কিলোমিটার। চট্টগ্রাম বিভাগের সর্ব-উত্তরে ২৩°৩৯´ থেকে ২৪°১৬´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৪৪´ থেকে ৯১°৫১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে এ জেলার অবস্থান। এ জেলার দক্ষিণে কুমিল্লা জেলা; পশ্চিমে নারায়ণগঞ্জ জেলা, নরসিংদী জেলা ও কিশোরগঞ্জ জেলা; উত্তরে কিশোরগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা এবং পূর্বে হবিগঞ্জ জেলা ও ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রতিষ্ঠিানঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়াধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি প্রতিষ্ঠান। কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে ১৯৬৪ সালে ব্রাক্ষণবাড়িয়া টেকনিক্যাল স্কুল ও কলেজটি প্রতিষ্ঠিত হয় । এই প্রতিষ্ঠানটি ব্রাক্ষণবাড়িয়া জেলার খৈয়াসার এলাকায় এখানে বর্তমানে এস এস সি(ভোকেশনাল) ও এইচ এস সি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে।এখানে এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) কোর্সের আওতায় চারটি ট্রেড এবং ডিপ্লোমা কোর্সের আওতায় দু’টি টেকনোলজি চালু আছে।
অবস্থানঃ এই প্রতিষ্ঠানটি ব্রাক্ষণবাড়িয়া জেলা সদরে ব্রাহ্মণবাড়িয়া পৈরসভায় পশ্চিম পাইকপাড়ায় অবস্থিত।